সাম্প কি ?
এক কথায় বলতে গেলে সাম্প একটি সাধারণ কন্টেইনার যাতে আপনার ট্যাঙ্ক থেকে পানি প্রবাহিত হবে বিভিন্ন রকমের পাইপ বা টিউবের মাধ্যমে। এসব পানি সাম্পে রাখা বিভিন্ন ফিল্টার মিডিয়ার মাধ্যমে গিয়ে পরিশোধিত হয়।
মোট কথায় বলতে গেলে পানি সাম্প থেকে পাম্প করে বের করে আনা হয় তারপর সেটা পরিশোধিত হয়ে আবার মূল ট্যাঙ্কে ফিরত যায়
সাম্পে বায়োলজিক্যাল এবং মেকানিক্যাল দুই ধরনের ফিল্টার মিডিয়াই ব্যাবহার করা হয়।
সাম্পের সাইজটি খুব গুরত্বপূর্ণ। কারণ এতে আপনার ট্যাঙ্কের পানি প্রবাহিত হবে। তাই অবশ্যই সাম্প আপনার ট্যাঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।