সল্টওয়াটার বা মেরিন ট্যাঙ্কের কিছু অতিদরকারী মেডিসন আছে। যা বিশ্বের যে কোন প্রান্তের মেরিন অ্যাকুয়ারিস্টদের অ্যাকুরিয়াম শেলফে থাকে। এরকমই কয়েকটি মেডিসিন নিয়ে আমাদের আজকের আয়োজন।
সল্টওয়াটার বা মেরিন ফিশের গায়ে ইক বা হোয়াইট স্পট জনিত রোগের জন্য এটি ব্যাবহার করা হয়। এই মেডিসিনটি সল্টওয়াটার ইকের জন্য দারুণ কার্যকরী।
সাধারণত দুর্বল ওয়াটার কন্ডিশনের জন্য মেরিন ট্যাঙ্কে মাছের হোয়াইট স্পট হয়ে থাকে।
মেরিন রীফ ট্যাঙ্কের প্রাণ হল গিয়ে কোরাল এবং লাইভ রক। আর সেই কোরালই যদি নানা রকম এক্সটার্নাল প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয় তাহলে কি করে চলবে ?
আপনার কোরালগুলিকে জীবাণুমুক্ত রাখতে পুরো বিশ্বজুড়ে সমাদৃত Seachem Reef Dip- Coral Disinfectant।
এটি আপনার রীফ ট্যাঙ্কে যে সকল ইনভার্টিব্রেট আছে তাদের জন্য খুব দরকারী। এই ফাইটো প্ল্যাঙ্কটন মেরিন রীফ এবং ইনভার্টিব্রেটদের উপযুক্ত খাদ্য জুগিয়ে থাকে।