লো টেকে প্ল্যান্টেড ট্যাঙ্ক বলতে আমরা সাধারণত বুঝি যে একদম লো রিকোয়ারমেন্টসের কিছু প্ল্যান্টস, সাধারণ সাবস্ট্রেট( বালু এবং গার্ডেন সয়েল) অল্প ওয়াটের লাইট ইত্যাদি দিয়ে একেবারে বিগেইনার লেভেলের একটি প্ল্যান্টেড ট্যাঙ্ক তৈরি করা। এতে থাকবে না কোন কার্বন ডাই অক্সাইড ব্যাবস্থা। দেওয়া হয় না কোন ফার্টিলাইজার।
Cabomba, Hornwort, Egeria Densa, Jungle Val, Guppy grass, micra, Amazon sword, Oriental sword, hydrilla, Pennywort, Apongaton Ulvaceous, Limnophila Aquatica এই সকল প্ল্যান্টস লো টেক বলে বিবেচিত। এদের সাধারণত ফার্টিলাইজার দরকার হয় না বলে একটা ধারণা জনমনে প্রচলিত রয়েছে। সেকারণে এদের লো টেক ট্যাঙ্কগুলিতে লাগানো হয়।
তবে এদেরকে নিজেদের প্রথম লো টেক ট্যাঙ্কে ব্যাবহার করে বেশীরভাগ নতুন অ্যাকুয়ারিস্ট যেই অনুযোগটি করে থাকেন সেটি হল এরা কয়দিন পর মরে যায়, পাতা ঝড়ে পরে, পচে যায় বা মেল্ট করে।
সাধারণত এইসকল সমস্যা যথাযথ পুস্টির অভাবে হয়ে থাকে।
আপনি রেগুলার লাইট দিচ্ছেন, আপনার সাবসট্রেটও ঠিক আছে, তারপরেও যদি এরকম অযাচিত মেল্ট হয়ে থাকে তাহলে এতে ফার্টিলাইজার দিতে হবে এ কথা আগেও বলেছি।
তাই আজ আমরা আলোচনা করবো লো টেক প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য উপযোগী দারুণ কিছু ফার্টিলাইজার নিয়ে
Cabomba, Hornwort, Egeria Densa, Jungle Val, Guppy grass, micra, Amazon sword, Oriental sword, hydrilla, Pennywort সহ যেকোন লো টেক প্ল্যান্টের জন্য দারুণ কার্যকরী
যে সকল ট্যাঙ্কে কোন প্রকার কার্বন ডাইক অক্সাইড (CO2) দেওয়া হয় না সে সকল ট্যাঙ্কের জন্য এটি দারুণ কার্যকর।
এটি প্রতি ১০ গ্যালন পানিতে ২ মিলিলিটার করে দিতে হবে সপ্তাহে দুইবার। এবং সপ্তাহে অবশ্যই ট্যাঙ্কের পানি ৫০% পরিবর্তন করতে হবে।
আমাদের ওয়েবসাইট থেকে এই ফার্টিলাইজারটি সরাসরি কিনে নিতে উপরের লিংকে ক্লিক করুণ