যেকোন নতুন ট্যাঙ্ক বানালে বা কিনে আনলে মাছ ছাড়ার আগে অবশ্যই সেটা সাইকেল করতে হয়। সাইকেল না করলে সেই ট্যাঙ্কে উপকারী ব্যাকটেরিয়া জন্মায় না। অবশ্য আগেই বলেছি ট্যাঙ্ক সাইকেল মানে হচ্ছে আপনার ট্যাঙ্কের ফিল্টার মিডিয়ার সাইকেল প্রসেস।
যারা ট্যাঙ্কে মাছ ছাড়ার জন্য অস্থির হয়ে যান তাদের জন্য কিছু বাজারে কিছু প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে যেগুলি ইউজ করলে সাইকেল টাইম অনেক কমে আসে।
সেরকমই একটি প্রোডাক্ট হল বিখ্যাত ফরাসি কোম্পানি Prodibio এর PRODIBIO BioDigest,