আমরা অ্যাকুরিয়ামের দোকানে গেলে অনেক সময় কোন মাছ দেখে তাৎক্ষনিক ভাবে ভাল লাগলে কিনে নিয়ে আসি। কিন্তু যে কোন মাছ কিনতে হলে আমাদের মাথায় রাখতে হয় ঐ মাছটি পালার মত উপযুক্ত পরিবেশ আমাদের ট্যাঙ্কে আছে কিনা ? ঐ মাছটির প্রপার কেয়ার আমরা নিতে পারবো কিনা ?
সবচে যেটা গুরত্বপূর্ণ সেটা হল আমাদের পছন্দের সেই মাছটি আসলে ট্যাঙ্কে পালনের উপযুক্ত কিনা ?
নীচে এরকম ৩টি মাছ নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হল।
যারা মন্সটার ফিশ পালন করেন তাদের অনেকের খুব পছন্দ এই মাছটি। কিন্তু সমস্যা হল এটি কোনভাবেই হোম অ্যাকুয়ারিয়ামে রাখার উপযোগী মাছ নয়। এটিকে রাখতে বিশাল ট্যাঙ্ক লাগে। যেরকম সাইজের ট্যাঙ্ক আসলে কারো বাসায় রাখা সম্ভব নয়। এটাকে পন্ডে রাখলেও রাখা যেতে পারে। তবে আর যেখানে হোক পন্ডে না।
এটিও একই রকম। একে পালতে বড় ট্যাঙ্ক বা পন্ড লাগে। একুয়ারিয়ামে এটি পালা যায় না। একুরিয়ামের দোকানে একে দুই ইঞ্চি সাইজে বিক্রি করা হয়। কিন্তু এই মাছটি ৪ ফুটেরও বেশী বড় হতে পারে।
হোম অ্যাকুরিয়ামের সবচে বড় ভুল হল কই কার্প কিনে আনা। কই মূলত পন্ডে পালতে হয় ট্যাঙ্কে নয়।
কাজেই আপনি কইপ্রেমী হলে অবশ্যই তৈরি করুন একটি পন্ড আপনার বাসায়।